বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল। চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে ক্যারিবীয় অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনের। তার জায়গায় দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। আইসিসির টেকনিক্যাল কমিটিও ওয়েস্ট ইন্ডিজ দলের এই পরিবর্তন অনুমোদন করেছে।
প্রতিটি দলের সঙ্গেই আছেন রিজার্ভ খেলোয়াড় করোনাভাইরাসের কারণে। আকিল ১৫ সদসের মূল দলে না থাকলেও রিজার্ভ হিসেবে ছিলেন। সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার হিসেবে সংযুক্ত আরব আমিরাতেই ছিলেন তিনি। এখন রিজার্ভ হিসেবে তার জায়গা নেবেন অভিষেকের অপেক্ষায় থাকা আরেক বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে মোটিকে ছয় দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে থাকা অ্যালেন চোট পেয়েছেন অ্যাঙ্কেলে। এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ সংস্করণে তার বোলিং গড় ২৭.০৫, ইকোনমি রেট ৭.২১। সঙ্গে ১৭.৮৫ গড় ও ১৩৮.৮৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।
বিশ্বকাপ খেলতে না পেরে ফ্যাবিয়ান অ্যালেন হতাশ বলেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার। হার্পার জানান, ‘তার অলরাউন্ড সামর্থ্য দল মিস করবে। আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে হবে। ভবিষ্যতে তাকে দলে ভেড়ানোর অপেক্ষায় আছি আমরা।’
অন্যদিকে আকিল এখন পর্যন্ত খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি ও নয়টি ওয়ানডে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন তিনি। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ১৩ উইকেট আছে তার।
২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানরা মুখোমুখি হবে আফগানিস্তানের।