পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
প্রতাব মল্লিক জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার আবারো আমদানি—রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী ফেরত আসা অব্যাহত আছে। এছাড়া ভারতে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রীরা দেশের আসতে পারবেন বলেও জানান তিনি।