ছুরি হামলায় এমপি ডেভিড অ্যামেস নিহত হওয়ার পর নানা আলোচনার মাঝেই যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব জানালেন তাকে দেয়া প্রাণনাশের হুমকির কথা।
গত দু’বছরে তিনবার জীবননাশের হুমকি পেয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ডমিনিক রাব। এমন মন্তব্যের পর আবারো এমপিদের নিরাপত্তা নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দেশটির রাজনৈতিক অঙ্গনে।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের পর থেকে দেশটির এমপিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর মধ্যেই যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ডমিনিক রাব জানিয়েছেন, গেল দুই বছরে তিনবার জীবননাশের হুমকি পেয়েছেন তিনি। এমনকি তাঁকে অ্যাসিড ছোড়ার হুমকিও দেয়া হয়।
ডমিনিক রাবের এমন মন্তব্যের পর দেশটির রাজনীতি অঙ্গনে চলছে নানা সমালোচনা। আইনপ্রণেতাদের নিরাপত্তা বাড়ানোর দাবিও উঠেছে।
এসেক্সের লেহ-অন সি’তে শুক্রবার ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন ব্রিটিশ এমপি ডেভিড অ্যামেস। বেলফেইরস ক্যাথোলিক গির্জায় সমর্থকদের সঙ্গে বৈঠকের সময় ছুরিকাঘাতের শিকার হন তিনি।
গত ১০ বছরের মধ্যে তিন জন ব্রিটিশ এমপি জনসংযোগের সময় ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ অবস্থায় ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার করার কথা জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল।