’ডু আর ডাই’ ম্যাচে ওমানের বিপক্ষে টাইগারা,ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন নম্বরে এলেন মেহেদী হাসান। কিন্তু তাতেও নড়বড়ে বাংলাদেশ। শুরুর চাপ তো দূরের কথা, উল্টো দলকে বিপদেই ফেলে গেলেন তিনি। ৩ বল খেলে শূন্য রানে ফিরেছেন মেহেদী। ফায়াজ বাটের দুর্দান্ত ফিরতি ক্যাচে ফিরে যান মেহেদী। দারুণ ক্যাচ নিয়েছেন ফায়াজ নিজের বলে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে।
এর আগে ’ডু আর ডাই’ ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ইনিংসের শুরুতে ধীরলয়ে ব্যাট করতে থাকেন দুই টাইগার ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। ওমানের বোলারদের নিখুঁত লাইন-লেন্থে রান তুলতে হিমশিম খেতে হয় বাংলাদেশি ব্যাটারদের।
৪ রানে প্রাণ ফিরে পান লিটন দাস। বিলাল খানের বলে ক্যাচ তুলে দেন লিটন। তবে সেটি ধরতে ব্যর্থ হন কাশাপ প্রজাপতি। তবে এরপরই বিলাল খানের দুর্দান্ত ইর্য়কারে পরাস্ত হন লিটন। তিনি ফিরে যান ৬ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ২৯ রান। ক্রিজে অপরাজিত আছেন নাঈম শেখ ১৪ রান নিয়ে। এছাড়া সাকিবের সংগ্রহ ৫ রান।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। ৬ রানের ব্যবধানে হেরে দেয়ালে পিঠ ঠেকে যায় টাইগারদের। ম্যাচ শেষে উঠে আসে ব্যাটিংয়ে ব্যর্থতার বিষয়টি। তাই ওমানের বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস দেন কোচ রাসেল ডমিঙ্গো। ওমানের বিপক্ষে এলো সেই পরিবর্তন। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। তার পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ।
এদিকে সুপার-১২’তে যাওয়ার ব্যাপারে ওমান আত্মবিশ্বাসী বলে জানান দলের ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে পরের রাউন্ডে যেতে চায় তারা। তবে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশও। টিকে থাকার লড়াইয়ে জয় চায় টাইগাররাও।