ভারতের কেরালার পর এবার উত্তরাখণ্ডে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতির আরও অবনতি হয়েছে কেরালায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। নতুন করে দুটি স্লুইস গেট খোলার সিদ্ধান্ত নেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নিম্নচাপের কারণে কেরালা রাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্যা ও ভূমিধসে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন অনেকে।
পরিস্থিতি মোকাবিলায় দুটি বড় নদীর বাঁধের সুইচ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরালা প্রশাসন। তার মধ্যে একটি এশিয়ার বৃহত্তম খিলেন বাঁধ ইদ্দুকি।
মঙ্গলবার বিপৎসীমার ওপর নিয়ে পানি প্রবাহিত হওয়ায় যে কোনো সময় বাঁধ দুটি খুলে দেওয়া হতে পারে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের এমন সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে রাজ্যে। তবে সতর্কবার্তা মেনে চললে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি এড়িয়ে চলতে পারবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
শুধু কেরালা নয়, ভারি বৃষ্টিপাত সৃষ্ট বন্যায় উত্তরাখণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি জানতে রাজ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেয়া হয়েছে সহায়তার আশ্বাস।
এদিকে ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে রাজস্থান, দিল্লিসহ দেশের আরও বেশ কয়েকটি রাজ্যে।