বিশ্বকাপে স্বপ্নের মতো শুরু পেয়েছে স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়ে।এবার স্কটল্যান্ডদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। (১৯ অক্টোবর) মঙ্গলবার পিএনজির বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে কাইল কোয়েটজারের স্কটল্যান্ড। অর্থাৎ টস হেরে বোলিংয়ে পাপুয়া নিউগিনি।
বাংলাদেশের পর আজ পাপুয়া নিউগিনিকে হারালেই সুপার টুয়েলভে এক পা দিয়ে রাখবে স্কটল্যান্ড। অন্যদিকে, স্বাগতিক ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে পাপুয়া নিউগিনি। আর তাই বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই।
এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে রাত ৮টায় আল আমেরাত স্টেডিয়ামে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই।
তবে বাকি থাকা দুই ম্যাচ জিতলেও অপেক্ষা করতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। সেক্ষেত্রে নির্মম হলেও সত্যি, বাংলাদেশকে হারিয়ে জয়োল্লাসে মেতে ওঠা স্কটল্যান্ডের জয় কামনাই করতে হচ্ছে টাইগার ভক্তদের।
পাপুয়া নিউগিনি একাদশ
আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, টনি উরা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সিমন আতাই, কিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।
স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জসুয়া ড্যাভে, অ্যালিসডায়ের ইভানস, ব্র্যাড হোয়েল।