ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন । এসময় বিক্ষোভ কর্মসূচি থেকে হামলার শিকার মন্দিরগুলোকে দ্রুত সংস্কার, দোষীদের আইনের আওতায় আনাসহ ৭ দফা দাবি জানিয়ে সরকারকে ২৪ ঘণ্টায় আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
রাজপথে হাজারো তরুণ কণ্ঠে তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃপ্ত স্লোগান।
দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ারদীঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ অনেক জায়গায বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর শুরু হয় ।,যা একে একে ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম সবশেষ রংপুরে।
৭০টির মতো মন্দির ভাঙচুর হয় মোট ১৫টি জেলায়।সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক বসতভিটায় লুটপাট, অগ্নিসংযোগ, হামলায় ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে ৭ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
তারা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আর কোনো হামলা যাতে না হয় আমরা সে নিশ্চয়তা চাই। আমরা বিচার চাই।
হামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান আন্দোলনকারীরা।
স্বাধনীনতার ৫০তম বছরে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করতে সরকারের প্রতি আহ্বন জানানো হয়। ১৪ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে।
এরপর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষাথীদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্থগিত করা হয় কর্মসূচি। দাবি পূরণ না হলে মঙ্গলবার আবারও রাজপথে নামার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।