অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ স্কটল্যান্ডের বিপক্ষে বাজে পারফরমেন্সে হতাশ । ব্যাটিং ব্যর্থতাই দলের এমন ভরাডুবির মূল কারণ বলছেন তিনি। নিজেও প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় ব্যর্থতার দায়ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে।
পরের ম্যাচে ভালো করতে হলে ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিলেন মাহমদুউল্লাহ। ওমানের বিপক্ষে দলে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন টাইগার অধিনায়ক।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রোববার (১৭ অক্টোবর) আল আমেরাতে সংবাদ সম্মেলনে বড় বিষণ্ণ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন দিন দেখতে হবে তাতো নিজেও ভাবেননি। কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রশ্নবাণে জর্জরিত হতে হবে গণমাধ্যমের এমন প্রস্তুতি নিয়েই হাজির হয়েছিলেন।
বাংলাদেশ দলের হারের ব্যাখা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ। এমন সময়ে পাশের ড্রেসিংরুমে উল্লাসে ফেটে পড়ে স্কটল্যান্ড। কাছাকাছি হওয়ায় উত্তর দিতে গিয়ে থেমে যেতে হয় মাহমুদউল্লাহকে। এ যেন কারো পৌষ মাস আর কারো সর্বনাশ।
আল আমেরাতের ব্যাটিং স্বর্গে এমন বাজে পারফরমেন্সে হতাশাই ঝরেছে মাহমুদউল্লাহর কণ্ঠে। ব্যাটারদের ব্যর্থতাই দলের হারের মূল কারণ বলে মনে করেন তিনি। লাল-সবুজের এই কাণ্ডারি বলেন, ‘উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক ছিল। ১৪০ রানের লক্ষ্য তাড়া করা অসম্ভবের কিছু ছিল না। কিন্তু আমরা পারিনি। আমাদের বোলাররা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছে। কিন্তু ব্যাটাররা আশানুরূপ পারফর্ম করতে পারেনি।’
এর আগে পিঠের ব্যথার কারণে খেলতে পারেননি প্রস্তুতি ম্যাচে। ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেও তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি ভুল থেকে শিক্ষা নেওয়ার পুরনো বুলিও ছিল তার কণ্ঠে।
এছাড়া বাংলাদেশ ম্যাচে হারলেও দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ দিয়েছেন মাহমুদউল্লাহ।
এদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে তিন বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ওপেনাররা ব্যর্থ না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত, এমনটাই মনে করেন দেশের দুই সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত ও তারেক আজিজ খান। ডেথ ওভারের অতিরিক্ত রান দেওয়ায় বোলারদেরও কড়া সমালোচনা করেছেন সাবেকরা। মুস্তাফিজ, তাসকিনদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদের।
মাস্কাটের আল আমেরাতে এমন একটা রাত আসবে। তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত পরাশক্তিদের বিপক্ষে সিরিজ জয়ে স্বপ্নের পরিধিটা হয়ে গিয়েছিল আকাশ ছোঁয়ার। এ যাত্রায় শুরুটাই হল দুঃস্বপ্নে ভরা। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ টাইগাররা। সে তুলনায় আলো ছড়িয়েছে স্কটল্যান্ড।
সাবেকদের মতে দীর্ঘদিন ধরে চলা ওপেনিংয়ে ব্যর্থতা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের শট সিলেকশন ও আউট হয়ে যাওয়ার ভঙ্গি হতাশ করেছে তাদের। বোলারদের পারফরমেন্সেরও কড়া সমালোচনা করেছেন সাবেক এই দুই ক্রিকেটার।