টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯৬ রানে গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা নামিবিয়াকে । ২০ ওভারে ৯৭ রান করতে হবে দাসুন শানাকা বাহিনীকে জয়ের জন্য।
শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নামিবিয়াকে । বিশ্বকাপে নবাগত নামিবিয়া ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল। দুই ওপেনার স্কোর বোর্ডে যোগ করেন মাত্র ১৫ রান। স্টিফেন বার্ডের ৭ রানের পর ৮ রানে আউট হন জেন গ্রিন।
এরপরের দুজন ইনিংসের সর্বোচ্চ দুটি ইনিংস খেলেছেন। ক্রেইগ উইলিয়ামস ২৯ ও এরাসমাস ২০ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন স্মিত। বাকিদের কেউই দশের ঘরও পেরুতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন মহেশ থিকশানা। দুটি করে উইকেট পান লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এর আগে দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড। ডাচদের ১০৭ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে এবং ২৯ বল হাতে রেখেই টপকে যায় আইরিশরা। আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন গ্যারেথ ডেলানি। হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আউট হন ডেলানি। ২৯ বলে খেলা তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়ের মার। ইনিংস উদ্বোধন করতে নামা পল স্টার্লিং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩০ রানে।
নামিবিয়া একাদশ
স্টিফেন বার্ড, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, জেরহার্ড এরাসমাস, ডেভিড উইজে, স্মিত, জান ফ্রাইলিংক, পিকি ফ্রান্স, ইয়ান নিকোল, রুবেন ট্রাম্পেলমান, বার্নার্ড স্কোল্টজ।
শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), কুশাল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দীনেশ চান্দিমাল, চামিকা করুনারত্নে, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা ও লাহিরু কুমারা।