সম্প্রতি পিরোজপুর থেকে গোপালগঞ্জ আসার পথে ইমাদ পরিবহনের ধাক্কায় নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব।
শিক্ষকের মৃত্যুর তিন দিন পর শনিবার (১৬ অক্টোবর) শিক্ষার্থীরা শোক কাটিয়ে বাসচালকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঘোনাপাড়া বিশ্বরোডে সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন শুরু করেন।
এ সময় শিক্ষার্থীরা, বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান। বলেন, আমরা নীরব আছি, এটা কেউ যেন আমাদের দুর্বলতা না ভাবে।
শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান জানান, আমাদের সহকর্মী হত্যার বিচার না হলে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অবিচার করা হবে। পাশাপাশি দাবি করেন, সড়কে নিয়মশৃঙ্খলা এবং আইনের মধ্যে চলে আসুক।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী তন্ময় বসু বলেন, ‘কথা বলার কোনো ভাষা নেই। কি বলব জানি না। আমাদের প্রিয় শিক্ষককে ইমাদ পরিবহনের যে চালক হত্যা করেছে, তার বিচার চাই।’
শিক্ষক আরো উল্লেখ্য, গত ১৩ অক্টোবর শিক্ষক কাজী মশিউর রহমান রাজিব নিজ বাড়ি থেকে ইজিবাইকে কর্মস্থল বশেমুরবিপ্রবি’র উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নজিরপুর নামক স্থানে ইমাদ পরিবহন ইজিবাইককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে খুলনার গাজী মেডিকেল কলেজে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ও ছেলেও গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলের একটি পা ভেঙে যায়।