ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
তিনি সংক্রমণজনিত কারণে চিকিৎসা সেবা নিচ্ছেন। তার এক মুখপাত্র জানিয়েছেন, কোভিডজনিত কোনো সংক্রমণ ক্লিনটনের নেই।
মুখপাত্র অ্যাঞ্জেল ইউরিয়া বলেন, স্থানীয় সময় মঙ্গলবার ইউসি আরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার পর ৭৫ বছর বয়সী ক্লিনটন সুস্থ ও মানসিকভাবে সবল আছেন।
সাবেক এ প্রেসিডেন্টে হৃদরোগের ইতিহাস রয়েছে। তবে কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এ ব্যাপার সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
তবে তার চিকিৎসকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ক্লিনটনকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। দুদিনের চিকিৎসার পর তিনি এখন কিছুটা ভালো আছেন।
ইউসি আরভিনের ডাক্তাররা নিউইয়র্কে ক্লিনটনের মেডিকেল টিমের পাশাপাশি তার হৃদরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করছেন এবং বলেছেন, আশা করা যাচ্ছে ক্লিনটন শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।