কুমিল্লায় কথিত কোরআন অবমাননার প্রতিবাদে ভোলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এসময় মিছিলকারীরা সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার ঘুরে কালিনাথ বাজারে আসে। সেখান থেকে আবারও সদর রোডে ঢোকার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের পবিত্র কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে শোনা যায়।
এদিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কর্ডন করে রাখে। পরে মিছিলে নেতৃত্বদানকারীদের অনুরোধে স্থান ত্যাগ করে চলে যায় মুসল্লিরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহসিন উল হক, সদর মডেল থানার ওসি এনায়েত হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাব ও বিজিবি সদস্যরা।