শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে । দোলায় করে কৈলাসে ফিরে যাবেন দেবী। মণ্ডপে মণ্ডপে তাই বিদায়ের সুর বাজছে।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী। আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায় দেবেন ভক্ত-অনুরাগীরা।
মন্ত্রপাঠ, ঢাকঢোল, শঙ্খ, উলুধ্বনির মধ্য দিয়ে মহাদশমীতে বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সহিংসতা ছড়ানোর ঘটনায় কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের পর্যবেক্ষক দল।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদেও হুইপ আবু সাঈদ আল মাহমুদের নেতৃত্বে পর্যবেক্ষক দলে ছিলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ এমপি, খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা খানমসহ কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
এ সময় হুইপ আবু সাঈদ বলেন, বাংলাদেশের সব ধর্মের লোকজনই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। হঠাৎ একটি দেশদ্রোহী চক্র দেশবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করতে এখানে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। পরে পর্যবেক্ষক দলটি কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে।
এদিকে, ঘটনাস্থল পূজামণ্ডপ পরিদর্শনে এসে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উসকানিমূলক। এ ঘটনায় কুমিল্লাতে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। এখনো এ ব্যাপারে মামলা হয়নি।
উল্লেখ্য, বুধবার (১৩ অক্টোবর) ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে একটি পূজামণ্ডপে প্রতিমার কোলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফ পাওয়া পাওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় সারা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষ হয়।