যারা দেশে বিভীষিকা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। অসুররূপী মানুষদের বিনাশ করারও আহ্বান জানান তিনি।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জের কলাতিয়ায় বাজার আখড়াবাড়ি মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হয়েছিল। যারা সন্ত্রাস কায়েম করতে চায়, ভেদাভেদ সৃষ্টি করকে চায়, নৈরাজ্য করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে।
অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে। সবক্ষেত্রেই দেশ এগিয়ে গেছে। যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদেরকে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্ববায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্ববায়ক হাজী শফিউল আজম খান বারকু ও হাজী আলতাফ হোসেন বিপ্লব।