বর্তমানে শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডে কারাগারে আছেন । গ্রেপ্তারের পর কয়েকদিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) হেফাজতে ছিলেন তিনি। তারপর হাজতে পাঠানো হয়েছে।দুইবার তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
ছেলেকে জামিন করাতে মরিয়া হয়ে উঠেছেন বলিউড বাদশা শাহরুখ খান।আরিয়ানের জামিনের বিষয়টি নিজেই দেখছেন তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, আরিয়ানের জামিনের জন্য সালমান খানের আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) জামিন শুনানি হওয়ার কথা ছিল আরিয়ানের।
এদিকে আরিয়ানকাণ্ডে বেশ বেগ পেতে হচ্ছে শাহরুখ খানকে। শুটিং বন্ধ করে দিয়েছেন। সমালোচনার জেরে বন্ধ হয়ে গেছে তার একটি বিজ্ঞাপনও। এবার কাজ হারাচ্ছেন বলিউড বাদশা!
জানা গেছে, শাহরুখপুত্রের জামিনের জন্য মুম্বাইয়ের খ্যাতিমান আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার পরিবর্তে অমিত দেশাইকে নিয়োগ দেওয়া হয়েছে আরিয়ানের আইনজীবী হিসেবে। অমিত সালমানের আইনজীবী। গাড়িচাপা মামলায় সালমানকে জামিন করিয়েছিলেন।
শাহরুখের হাতে অনেক সিনেমার কাজ থাকলেও ছেলেকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকায় কাজেও আসতে পারছেন না। তাই শাহরুখের অবর্তমানে তারই সিনেমার কাজ চালাচ্ছেন প্রশান্ত ওয়ালদে। যাকে মূলত শাহরুখের ডাবল বডি বলা হয়। এই মুহূর্তে অ্যাটলি পরিচালিত শাহরুখের আগামী ছবির শুটিংয়ের বাকি অংশগুলোতে কাজ করছেন প্রশান্ত। এমনকি বেশ কিছু কমার্শিয়াল বিজ্ঞাপনে কাজ করছেন তিনি।
প্রশান্ত বলেন, ‘অ্যাটলির সঙ্গে ছবির শুটিং পরিকল্পনা অনুযায়ী চলছে। অন্যান্য বিজ্ঞাপনগুলোরও কাজ চলছে। গত ২০ দিন ধরে আমি এইসব শুটিংয়ের কাজ করছি। সাম্প্রতিককালেও এটার কোনো পরিবর্তন হয়নি। একমাত্র পরিবর্তন হলো, শাহরুখ আজকাল সেটে আসছেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই আমাদের ভিসা পেয়েছি, কিন্তু কবে স্পেনে যাব এবং শাহরুখ স্যার আমাদের সঙ্গে থাকবেন কি না তা জানি না। আসলে আমি জানি না তিনি কবে সেটে ফিরবেন। কিন্তু আমরা নিশ্চিত যে, তিনি যা সিদ্ধান্ত নেবেন, তা আমাদের সবার জন্যই ভালো হবে।’