সোমবার (১১ অক্টোবর) দুপুরে সিআইডির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি কামরুল হাসান এই তথ্য জানান।
অনলাইন টিকিটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ডিআইজি কামরুল হাসান বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকিটিং এজেন্সি প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরের এক সদস্য এম মিজানুর রহমান সোহেলকে সাইবার পুলিশ সেন্টারের একটি টিম রোববার (১০ অক্টোবর) গ্রেপ্তার করেছে।
এর আগে গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক রাকিবুল হাসানকেও গ্রেপ্তার করেছিল সাইবার পুলিশ।
তাদের বিরুদ্ধে প্রতারণা, অর্থআত্মসাৎ ও অর্থপাচার আইনে মামলা আছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সিআইডির এই কর্মকর্তা বলেন, তারা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থআত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করছিল।
তিনি আরও বলেন, ২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকেট ডটকমের। তারা গত দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে।