ভারতের সব টিভি শোয়ের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’- এমনটা দাবি অনেকেই করেছেন।
দ্য কপিল শর্মা শো-তে বলিউড সেলিব্রেটি থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের তারকাদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে কথায় কথায় হাস্যরস উপচে পড়ে।
আর কপিলের সেই কমেডি শোয়ে হাজির হয়ে রীতিমতো রেগে আগুন বলিউড অভিনেতা সাইফ আলি খান। শোয়ের ইউটিউব চ্যানেলে গ্রিনরুমের একটি ভিডিও শেয়ার হয়েছে।
ভিডিওটিতেই দেখা গেছে সাইফ আলির ক্ষোভ প্রকাশের সেই দৃশ্য।
ভিডিওতে দেখা যাচ্ছে, শো-এর জন্য এসে গ্রিনরুমে বসেছিলেন সাইফ। গ্রিনরুমের দেয়ালে এর আগে শোয়ে অংশ নেওয়া আর সব অভিনেতা-অভিনেত্রীর ছবি ঝুলতে দেখলেও সাইফ নিজের ছবি খুঁজে পাননি। আর তাতেই ফুঁসে ওঠেন পতৌদির ছোটে নবাব।
গ্রিনরুমে কপিল আসতেই অভিনেতা জিজ্ঞেস করেন, পুরনো প্রায় দশটা পর্বে এসে গল্পগুজব করেছিলেন তিনি। অথচ গ্রিনরুমে কপিলের সঙ্গে তার নিজের কোনো ছবি নেই কেন? এর সদুত্তর দিতে পারেননি কপিল। এরপর সেট ম্যানেজারের ওপর ক্ষোভ উগড়ে দেন সাইফ আলি খান।
প্রসঙ্গত, আসন্ন ছবি ‘ভূত পুলিশ’ – এর প্রোমোশনের জন্য অভিনেত্রী ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে কপিল শর্মার শোয়ে হাজির হন সাইফ। ছবিটি ভৌতিক ঘরনার। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান, ফাতিমা সানা শেখ ও আলী ফজল।