রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে র্যাব।
শনিবার (৯ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে র্যাব-১০ এর একটি অভিযানিক দল।
র্যাবের গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিবৃতিতে বলা হয়, শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকরা হলেন- মো. সেলিম (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩০)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।