রাজধানীর গাবতলী আমিনবাজারের কয়লার ঘাটের কাছে শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সংলগ্ন তুরাগ নদীতে ভলগার্ডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ট্রলারটি ডুবে গেলেও ফায়ার সার্ভিস পৌনে ৯টার দিকে খবর পেয়েছে। নিখোঁজদের উদ্ধারে আমরা কাজ করছি।