আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকা থেকে চার আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরপত্তাবাহিনী।
স্থানীয় সময় বুধবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে কাবুল প্রদেশে একটি অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন নথি ও অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।
এদিকে বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় দুই তালেবান যোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জালালাবাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে তালেবানের টহলদারির সময় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালালে তারা নিহত হয়।
এ ঘটনায় আহত হন আরও তিন বেসামরিক নাগরিক। এখন পর্যন্ত জালালাবাদের বাজারে হামলার দায় স্বীকার করেনি কেউ।
এদিকে প্রায় এক মাস কাবুলে ফিরেছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। স্থানীয় সময় মঙ্গলবার তিনি দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও রাজধানীতে ফিরলেও তিনি তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।