গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৩৩৩টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ২০ জন মহানগর এলাকার ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন