আগামী বছরই চালু হবে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলসহ সব মেগা প্রকল্প। এসব প্রকল্প চালু হলে বদলে যাবে বাংলাদেশ, কমবে জনদুর্ভোগ ও ভোগান্তি।
শুক্রবার (১ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের এক সেমিনারে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের জানান, দৌলতদিয়া-পাটুরিয়ায় সেতু নয়, টানেল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সেমিনারে জানানো হয়, রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে দাঁড়িয়ে গেছে পদ্মা সেতু। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। কাজ এখন অনেটাই শেষ পর্যায়ে। সেতুর সার্বিক অগ্রগতি ৮৮ ভাগ।
অন্যদিকে, রাজধানীর ভেতরে যানজট কমানো ও দ্রুতসময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চলছে মেট্রোরেলের কাজ। এরই মধ্যে ট্রায়াল রান দিয়েছে মেট্রোরেল। পাশাপাশি এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি টানেলের কাজও। এই প্রকল্পের সার্বিক অগ্রগতিও ৬০ ভাগের বেশি।
এ ছাড়া বছরের পর বছর প্রকল্পের মেয়াদ বাড়ায় সমালোচিত হয় বিআরটিএ প্রকল্প। উত্তরা থেকে গাজীপুর বাস র্যাপিড ট্রানজিটের কাজের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।
তবে আগামী বছরই ভোগান্তি কমার আশার কথা শোনালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে মন্ত্রী জানালেন আগামী বছর জুনে পদ্মা সেতু চালু করবে সরকার। একই বছর চালু হবে অন্যান্য মেগা প্রকল্পগুলো।
তিনি বলেন, আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন হলে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে।
সেতুমন্ত্রী বলেন, নদীর নাব্য রক্ষায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতু না করে ট্যানেল করার পরিকল্পনা করছে সরকার।
সেমিনারে উপস্থিত প্রকৌশলীদের মন্ত্রীর পরামর্শ ছিল এখন থেকে যে কোনো ফোরলেন করলে সঙ্গে অবশ্যই সার্ভিস লেন রাখতে হবে।