অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসছে আগামীকাল শনিবার। শুক্রবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করছেন।
এদিন জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় বিকাল ৫টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা এসে পৌছাবে।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।