শুক্রবার (১ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েলকে (২৮) ২টি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা যায়, গ্রেপ্তারকৃত জুয়েল বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুরের আব্দুর রবের ছেলে। সে পেশায় একজন সিএনজিচালক হওয়ায় সিএনজিতে করেই অস্ত্র বিভিন্ন স্থানে সরবরাহ করত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় বেগমগঞ্জ থানা পুলিশ আলাইয়ারপুর হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল বোরকা পরে অস্ত্রসহ পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ সুপার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। পুলিশের গোয়েন্দা তৎপরতায় সন্ত্রাসীদের যাবতীয় তথ্য সংগ্রহ করা আছে। সন্ত্রাসীদের আটকের বিষয়ে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।