প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে করোনার টিকা নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্বের বৃহত্তম সব প্রতিষ্ঠান।
বিপর্যস্ত আকাশপথে যাত্রী পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে কর্মীদের করোনা টিকা দিতে বাধ্য করছে এয়ারলাই্ন্সগুলো। আর টিকা না নিলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
বিশেষ করে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী পরিবহন কিংবা দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন নির্বিঘ্নে পরিচালনা করতে পারে, সেজন্য কর্মীদের করোনার টিকা নিশ্চিতে জোর দিচ্ছে সব এয়ারলাইন্স।
কোম্পানির টিকা শর্ত পূরণ করতে না পারায় অন্তত ৬০০ জনকে বরখাস্ত করেছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। আগস্টের শুরুতে কোম্পানিটি প্রথম এয়ারলাইন্স হিসেবে অভ্যন্তরীণ সব কর্মীকে করোনার টিকা নেওয়ার নির্দেশনা দেয়। গত সোমবার পর্যন্ত কর্মীরা টিকা নিয়েছেন সেই প্রমাণ দেওয়ার কথা ছিল তাদের। এরপর গত মঙ্গলবার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ৫৯৩ জন কর্মীকে বরখাস্ত করেছে এয়ারলাইন্সটি।
প্রধান নির্বাহী স্কট কিরবি এবং প্রেসিডেন্ট ব্রেট হার্ট কর্মীদের উদ্দেশে দেওয়া এক প্রজ্ঞাপনে জানান, এটি রকমের কঠিন সিদ্ধান্ত ছিল। তবে বাকি কর্মীদের বহরকে সুরক্ষিত রাখার বিষয়টি সবসময় এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রথম অগ্রাধিকার।
কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, যারা টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা যদি, চাকরিচ্যুত করার আনুষ্ঠানিক বৈঠকের আগে টিকা নেন তাহলে তাদের আর চাকরিচ্যুত করা হবে না।
প্রায় ২০০০ কর্মী চিকিৎসাসহ নানা কারণ দেখিয়ে টিকা নিতে চান না এমন আবেদন করেছেন। ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন পর্যালোচনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স। প্রায় ৬৭ হাজার মার্কিন কর্মীকে টিকা দিতে বলেছিলেন তারা। যারা অব্যাহতি চেয়েছেন তাদের বাদ দিয়ে প্রায় ৯৯ শতাংশ কর্মী টিকা নিয়েছেন বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির একজন মুখপাত্র বলেন, আগামী কয়েক বছরে ইউনাইটেড এয়ারলাইন্স প্রায় ২৫,০০০ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। টিকা দেওয়া হবে নতুন কর্মসংস্থানের অন্যতম শর্ত। ইউনাইটেড এয়ারলাইন্স পাইলট প্রশিক্ষণ স্কুলে শিক্ষার্থীদেরও টিকা নিতে বলেছে।
এর আগে টিকা না নেওয়া কর্মীদের ২০০ ডলার জরিমানার বিধান দিয়েছে ডেলটা এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রে চতুর্থ বৃহত্তম এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স। মহামারির কারণে অন্য সব এয়ারলাইন্সের মতো ইউনাইটেড এয়ারওয়েজও বিপাকে ছিলো। এখন বিমান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় আবারো ঘুড়ে দাঁড়াতে শুরু করেছে এ এয়ারলাইন্স।