মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল সোয়া চারটার দিকে গুলশানের ৮৪ নম্বর রোডে সংক্ষিপ্ত সময় তারা এ মিছিল করেন।
বিএনপির ধারাবাহিক দ্বিতীয় দফা বৈঠক চলাকালে হঠাৎ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের প্রায় শতাধিক অনুসারী এ মিছিলে অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দেন।
মিছিলে ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, কেন্দ্রীয় ছাত্রদলের মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, বতর্মান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, মহানগর পশ্চিমের সদস্য সচিব আশরাফুল হাসান মামুন, প্রমুখ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, বৈঠক চলাকালীন প্রায় সময়ই ছাত্রদল, যুবদল, বিএনপির কমীরা মিছিলে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, ‘এবার নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন কী রকম হতে পারে, তা ঠিক করতে বিএনপির ধারাবাহিক এই বৈঠক। আমরা আশা করি, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির এবারের আন্দোলনে জনগণও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।