সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খিদমা হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রাজধানীর খিলগাঁও গোড়ানে স্ত্রীর হাতে আব্দুর রহমান (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় স্ত্রী নাজমাকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানায়, আব্দুর রহমানের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কচুয়াকান্দা গ্রামে। তার বাবা মৃত শমসের আলী। দুই ছেলে, এক মেয়েসহ পরিবার নিয়ে পূর্ব গোড়ান ৯ নম্বর রোডের মদিনা মসজিদ গলিতে ভাড়া থাকতেন।
মৃত আব্দুর রহমানের ভাই আব্দুস সালাম জানান, এলাকায় মুরগির দোকানে কাজ করতেন তিনি। সকালে স্ত্রী নাজমা আক্তারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে স্ত্রী ভাঙা ব্যাডমিন্টনের ডাট তার বুকে ঢুকিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম উল্লেখ করেন, বুকের বাম পাশে ভাঙা ব্যাডমিন্টনের স্টিলের ডাটের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।