বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মিশন শুরু করেছে ।
রোববার উজবেকিস্তানে বিকাল ৪টায় প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপের অন্য দল ইরান।
অর্থাৎ দুই হেভিওয়েট প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে জিততে নিজেদের সেরাটা বিলিয়ে দিতে হবে সাবিনাদের।
সে জন্য বাংলাদেশের বাঘিনীদের উৎসাহ দিতে তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘এক ম্যাচ জিতলেই সাবিনারা পাবেন তিন হাজার ডলার পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা। আর ড্র করলে পাবে এক হাজার ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা।’
বাংলাদেশ দলকে উৎসাহ দিতে শনিবার উজবেকিস্তানে গিয়ে সাবিনা ও তার দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাহফুজা আক্তার।
সাবিনাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ড্রর জন্য খেলব না, জয়ের জন্য খেলব। জয়ের জন্য পুরস্কারও পাবে তোমরা। ’
বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনের আশা, তার দল উজবেকিস্তানে ভালো খেলা উপহার দেবে।