সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস চলতি অবস্থায় খাদে উল্টে পরে যায় বাসটি পরে যাওয়ার পর ও ৩০ যাত্রী প্রাণে বেঁচে গেছেন । রোববার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াখালীর দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অখানকার স্থানীয়রা জানান, দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাসে থাকা ৩০ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। এ সময় বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা দ্রুত উদ্ধার করায় কোনো প্রাণহানি ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা বাকি উদ্ধার কাজ চালাচ্ছেন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, বাস খাদে পড়ে যারা আহত হয়েছেন তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
তবে স্থানীয়রা জানান, দিরাই-মদনপুর সড়কের ৫টি বাঁক বিপজ্জনক। এসব বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি।