কুমিল্লার মনোহরগঞ্জে নোয়াখালী সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নোয়াখালী মহাসড়কের নাথেরপেটুয়া এলাকায় যাত্রীবাহী হিমাচল পরিবহনের এক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও অনেকে।
ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন মারা যান। আর আহতদের মধ্যে আরও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় আরও বেশ কয়েজনকে ভর্তি করা হয়েছে।
লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।