শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারগামী অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক মোহাম্মদ তোফায়েল রামু উপজেলার চাকমারখুল এলাকার আমিনুল হকের ছেলে।
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির রামুস্থ ৩০ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় প্রচুর পরিমাণ ইয়াবা পাচার হবে এমন সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।
শুক্রবার দুপুরে একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে এলে তা তল্লাশির জন্য থামানো হয়। অধিনায়কের উপস্থিতিতে চালক তোফায়েল ও তার অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশিকালে যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো ১২ কার্ডে ১ লাখ ২৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদে চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, মো. বাদশা মিয়া ইয়াবার প্রকৃত মালিক। চালক তোফায়েল টাকার বিনিময়ে ইয়াবাগুলো বহন করেছিলেন। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মামলা করে আটককে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক।