সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (১৪ই সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, উন্নত চিকিৎসার জন্য বারবার খালেদা জিয়াকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হলেও সরকার তা দিচ্ছে না। রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে সাজানো মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে।
আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে।