মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

ধামইরহাটে ১৫০ জন প্রান্তিক কৃষক পেল পেঁয়াজ ও নাবী পাটবীজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮ Time View

নওগাঁর ধামইরহাটে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাটবীজ উৎপাদনের লক্ষে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিনামুল্যে বীজ বিতরণ উপলক্ষে ৬০ জন কৃষককে ২০ শতক জমির জন্য আধা কেজি নাবী পাটবীজ, ১ কেজি করে ডিএপি, এমওপি ও ইউরিয়া সার এবং ৯০ জন কৃষককে ১ কেজি করে পেয়াজ বীজ ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, ৯০ জন কৃষক পেঁয়াজ বীজ উৎপাদনে জমি প্রস্তুতের জন্য ৫শত টাকা, শ্রমিক ও বাঁশ ক্রয়ের জন্য ২৩শত টাকাসহ মোট ২৮শত টাকা পাবেন ও তাদের বালাইনাশক, নাইলন, সুতলী ও পলিথিন পর্যায়ক্রমে ফ্রি সরবরাহ করা হবে, এছাড়াও একই ভাবে নাবী পাটবীজ উৎপাকারীরা জমির প্রস্তুত, সেচ, আন্তঃপরিচর্যা ও বালাইনাশক সহ মোট ২৬শত টাকা পাবেন, সকল অর্থ বিকাশে প্রদান করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com