মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন

সকালে ৩ জন লোক নিহত হলো ট্রাকচাপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮ Time View

শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে বুরিচং উপজেলার ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি বলে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে সিলেট থেকে পাথরবাহী ট্রাকটি কুমিল্লার শহরের দিকে যাচ্ছিল। পথে বুরিচং উপজেলার ময়নামতি নামক স্থানে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার পাশে দাঁড়িয়ে ভাড়া পরিশোধ করতে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশাচালক ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে ইউসুফ (২৭) এবং সাহাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (২৯)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com