এক ফিলিস্তিনি নিহত হয়েছেন জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে। আহত হয়েছেন এক পুলিশ সদস্য। এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানায়, নিহত ব্যক্তি ছুড়ি দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে গেলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এতে হামলাকারীর মৃত্যু হয়।
শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর দ্বারা প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধারালো অস্ত্র হাতে এক ফিলিস্তিনি ব্যক্তিকে জেরুজালেমে নিযুক্ত ইসরায়েলের সেনাদের ওপর হামলা চালাচ্ছে। পরে, সেনারা পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন ওই ব্যক্তি। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ইসরায়েলের পুলিশ জানায়, শুক্রবারের হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় এক পুলিশ সদস্য আহত হলেও তার পরিচয় প্রকাশ করেনি তারা।
একজন জানান, বিকেলের দিকে মসজিদ গেটের কাছে ধারালো অস্ত্র হাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আঘাত করে হামলাকারী। পরে, যখন তারা বুঝতে পারে এটা সন্ত্রাসী হামলা তখন তারা প্রতিরোধের চেষ্টা করে
এদিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানায়, নিহত ব্যক্তি হাজেম জোলানি, পেশায় একজন চিকিৎসক। কী কারণে তিনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হয়েছিলেন তা জানা যায়নি।
এদিকে গত সপ্তাহে ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইসরায়েলি বাহিনী।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের গ্রেপ্তার নিয়ে উত্তেজনা বাড়ছে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে। প্রতিদিনই বন্দিদের মুক্তির দাবিতে রাস্তায় নামছে সাধারণ ফিলিস্তিনিরা।