বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।তিনি বলেন, ‘আমরা চাই, আফগানিস্তানের উন্নতি হোক।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন,আফগানিস্তান সার্কের সদস্য এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই হিসেবে আফগানিস্তানের উন্নতি হোক— এটাই চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘বৃহত্তর জনগণের সরকার হলে তাদেরকে স্বাগত জানানো উচিত।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৃহত্তর জনগণের সরকার হলে আমাদের উচিত হবে তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে স্বাগত জানানো।
সম্প্রতি জেনেভা, লন্ডন ও হেগ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আফগানিস্তান ইস্যু নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে, তাদের ব্যান্ডওয়াগনে আমরা যোগ দেবো কিনা। আমরা বলেছি যে, আফগানিস্তান ইস্যুতে আমরা এখনও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। সেখানে আমাদের যারা ছিলেন, তারা মোটামুটি বের হয়ে এসেছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘অনেকে জিজ্ঞেস করেছেন, নতুন তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেবো কিনা। আমরা বলেছি, তাদের অবস্থা দেখি,অ্যাটিটিউড দেখি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নেবো।’
তিনি বলেন, ‘অনেকে জিজ্ঞাসা করেছেন যে, ভারত যেটি করছে বা পাকিস্তান যা করছে, সেটি আমরা করবো কিনা। কিন্তু আমরা বলেছি যে, আমরা আমাদের জাতীয় স্বার্থ অনুসরণ করবো।’