কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাংগঠনিক বিষয় ও পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন সামনে রেখে বেড়ে গেছে অপপ্রচার।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নে উপ-কমিটিগুলোকে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং বিভিন্ন বিভাগের সঙ্গে সেমিনার করে পরবর্তী নির্বাচনে ইশতেহারে কোন কোন বিষয় আনা যায় তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দলীয় সভানেত্রী আট বিভাগের আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের বক্তব্য শুনেছেন। এছাড়া যেখানে যেখানে সাংগঠনিক সমস্যা আছে, সমাধান করা দরকার সেগুলোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার মোকাবিলায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে বেড়ে গেছে অপপ্রচার। এসব অপপ্রচারের জবাব দিতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
গণভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া কার্যনির্বাহী সংসদের সভা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।