দক্ষিন চট্টগ্রামের সমৃদ্ধ ও একসময়কার বৃহৎ উপজেলা পটিয়া।আয়তন, শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে এই উপজেলা এগিয়ে। উপজেলা অফিসের উল্টো পাশে এই উপজেলার ভূমি রেজিষ্ট্রেশন অফিস।জরাজীর্ণ এই ভবনে প্রতিদিন হাজার মানুষ আসে জমি নিবন্ধন কাজে।৭/৯/২১ তারিখে এই প্রতিবেদক সরেজমিনে দেখতে পায় শত শত মানুষ স্বাস্থ্যবিধি না মেনে, মাস্ক না পড়ে,দূরত্ব বজায় না রেখে কাজ করছে।সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সাব রেজিস্ট্রারের কক্ষে ঘেষাঘেষি করে মানুষ দাঁড়িয়ে আছে।স্বয়ং সাব রেজিস্ট্রারের মুখে মাস্ক নেই।নাই স্বাস্থ্যবিধি মানার বালাই।তাছাড়া সাবরেজিস্টার অফিসের বদ্ধ কক্ষে নাই কোন এসি। গুমোট গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে।বিশ্ব মহামারির এই সংকটকালে এই অবস্থা সত্যি হতাশাজনক।