গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। আজ নিয়ে টানা চতুর্থ দিনের মতো শনাক্তের হার ১০ শতাংশের নিচে রয়েছে। এর আগে ৬ সেপ্টেম্বর শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ, ৫ সেপ্টেম্বর ৯ দশমিক ৬৬ শতাংশ এবং ৪ সেপ্টেম্বর ৯ দশমিক ৮২ শতাংশ ছিল।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।
আজ স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৪৬৬টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। এখন পর্যন্ত ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী ৩৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১৭ হাজার ২৩৯ জন এবং নারী মারা গেছেন ৯ হাজার ৪৪৫ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর ৬৪ দশমিক ৪৬ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৪০ শতাংশ নারী।