বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় নানা বাড়ি যাওয়ার কথা বলে আদুরী খাতুন(১৩) ও জান্নাতী আক্তার (১৪) নামে একই পরিবারের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। বুধবার (২৯ আগস্ট) সকালে বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়ে আর ফেরেনি তারা।
বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবারের পক্ষ থেকে শুক্রবার (৩১ আগস্ট) বাগেরহাট মডেল থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি করা হয়। এদিকে, আটদিনেও সন্তানদের ফিরে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে পরিবারের।
নিখোঁজ আদুরী খাতুন সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শাজাহান শেখের মেয়ে। জান্নাতী আক্তার একই এলাকার কামাল মৃধার মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন হন। জান্নাতীর মা মারা যাওয়ার পর থেকে সে মামা শাজাহান শেখের বাড়ি বসবাস করে আসছিল।
নিখোঁজ আদুরীর বাবা রাজমিস্ত্রি শাজাহান শেখ বলেন, গত ২৯ আগস্ট সকালে আমার মেয়ে এবং ভাগনি নানা বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপরে আর ফিরে আসেনি তারা। আমরা পরিচিত সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক বলেন, দুই কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।