চেন্নায়কে ৭ উইকেটে হারালো রাজস্থান রয়্যালস
জাগরণী ডেস্ক;
ব্যাটসম্যানরা ভুগিয়েই চলেছেন চেন্নাই সুপার কিংসকে। অথচ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি শুরু থেকেই ধুঁকতে থাকে দলটি। ফাফ ডু প্লেসিস ৯ বলে ১০, আম্বাতি রাইডু ১৯ বলে ১৩ ভরসা দিতে পারেননি। ২৫ বলে ২২ করে আউট হন স্যাম কুরানও। ধোনি ২৮ বলে ২৮ করেন। শেষ দিকে ৩০ বলে ৪ বাউন্ডারিতে হার না মানা ৩৫ করেন জাদেজা। মূলত জাদেজার ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১২৫ রান তুলতে পেরেছে চেন্নাই। রাজস্থান রয়্যালস বোলারদের মধ্যে জোফরা আর্চার ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় একটি উইকেট নেন । জবাব দিতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। রান তাড়া করতে গিয়ে মাত্র ২৮ রানে তিন উইকেট হারায় রাজস্থান রয়্যালস। শুরুটা ভালো না-হলেও চতুর্থ উইকেটে বাটলার ও অধিনায়ক স্মিথের ৯৮ রানের অবিভক্ত জুটিতে সহজেই ম্যাচ জিতে নেয় রয়্যালসরা। ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান বাটলার। ম্যাচের সেরা পুরস্কারও ওঠে তার হাতে।