চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সেন্সরশিপ আরোপ করেছে থাইল্যান্ড
সরকার এবং রাজতন্ত্রের বিরুদ্ধে তিন মাসেরও বেশি সময় ধরে চলে আসা প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। দেশটির গণমাধ্যমের ওপর কন্টেন্টের কিছু অংশ এবং তথ্য বিকৃত করে প্রচার করার অভিযোগএনে অন্তত চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সেন্সরশিপ আরোপ করেছে সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এবং ডিজিটাল মন্ত্রণালয়। গণবিক্ষোভ নিয়ন্ত্রণে গত সপ্তাহে জারিকৃত জরুরি অবস্থার পর কন্টেন্টের অভিযোগ করা চারটি গণমাধ্যমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে থাই পুলিশ। পাশাপাশি বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা করেছে তারা। সরকারি এই ঘোষণার পর দেশটির মিডিয়া গোষ্ঠীগুলোর মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী প্রায়ূত চান-ওচা নেতৃত্বাধীন সরকার দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।