ভারত সরকার চীনা নাগরিকদের সব ভিসা বাতিল করেছে। চীনের মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ২৬টি দেশে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২৭ জনের। আক্রান্ত হয়েছে ২০ হাজারের বেশি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চীনাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে অনেক দেশ। এবার ভারত জানালো, ভিসা আছে এমন চীনা নাগরিকদেরও তারা আর দেশে ঢুকতে দেবে না। ভারতীয় চ্যানেল এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানা যায়, ভারত সরকার এইমর্মে বিবৃতি জারি করেছে যে, গত ১৫ জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত চীনা নাগরিক কিংবা দেশটিতে বসবাসরত বিদেশিদের যেসব ভিসা প্রদান করা হয়েছে তা আর বৈধ নয়। গত মাসের মাঝামাঝি সময় থেকেই করোনাভাইরাস দ্রুত ছড়াতে শুরু করে। ভারত সরকারের সিদ্ধান্ত হচ্ছে, নির্দিষ্ট ওই দিনের আগে যে সব চীনা নাগরিক ভারতীয় ভিসা করেছেন তাদের আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। ভারত বলছে, শুধু চীনা নয় চীন থেকে ভারতে আসতে চাচ্ছেন এমন বিদেশি নাগরিকদের কাছে ভিসা থাকলেও তা অবৈধ বলে গণ্য হবে।