ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকালেই ভোট দেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ ইভিএম জটিলতাসহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে দক্ষিণের বিভিন্ন কেন্দ্র থেকে একে একে ভোটের ফলাফল ও সরঞ্জামাদি নিয়ে এখানে আসতে থাকেন বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা। ডিএসসিসিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা উত্তরের ফলাফল পাওয়া যায়নি। তবে দুই সিটি কর্পোরেশনেই ভোটারের সংখ্যা ছিল প্রত্যাশার চাইতে অনেক কম। এ ব্যাপারে সিইসি সংবাদ মাধ্যমকে বলেন, এমন নির্বাচন চাইনি।