প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চীনে আটকা পড়ে থাকা বাংলাদেশিদের শনিবার দুপুরে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। ফিরে আসা ৩১২ জনের মধ্যে এক বছরের বেশি বয়সী ১২ জন ও এক বছরের নিচে তিনজন রয়েছেন। ফেরত আসা যাত্রীদের মধ্যে ৮ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের গায়ে জ্বর রয়েছে। এই ৮ জনের মধ্যে আবার তিনজনের গায়ে ১০০ ডিগ্রি ওপর জ্বর রয়েছে। অবশিষ্টদের রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ্ব ক্যাম্পে কোয়ারান্টাইন অবস্থায় রাখা হয়েছে।৮ জনের মধ্যে একজনের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশকোনা হজ ক্যাম্পে নেয়া ৩০২ জনকে পূর্ব পরিকল্পনা অনুসারে হজ ক্যাম্প ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় বিভিন্ন ওয়ার্ডে রাখা হয়েছে। এখানে তাদেরকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। চীনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫৯ জন। আক্রান্ত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ।