চীনের ভয়াবহ করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭২ জনের। সংক্রমিত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। এদিকে চীন থেকে ফিরে আসা এক বাংলাদেশিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ওই যাত্রীর শরীরে অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) ধরা পড়ে। পরে সরকারি অ্যাম্বুলেন্সে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। ৩০ জানুয়ারি সকালে চীন থেকে তিনি বাংলাদেশে আসেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ওই যাত্রীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, করোনাভাইরাসের প্রাথমিক কিছু লক্ষণ থাকায় চীন থেকে আসা এক বাংলাদেশিকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। ৩০ জানুয়ারি সকাল পর্যন্ত চীন থেকে আসা ৩ হাজার ৭৫৪ জন যাত্রীর স্ক্রেনিং সম্পন্ন হয়েছে। কোনো যাত্রীর শরীরে ১০০ ডিগ্রির ওপরে জ্বর থাকলেই স্ক্যানারে লালবাতি জ্বলে উঠছে।