প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ থাকতে হবে, সেটা থাকলে বাংলাদেশের কোনো যুবক আর বেকার থাকবে না। এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে, সারা বাংলাদেশে মুজিববর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা n‡j সফল আত্মকর্মী ও যুব সংগঠনের মাঝে জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সবার কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করছে। সরকার তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণদানসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও বিভিন্ন শিল্প স্থাপনেও কাজ চলছে। তিনি আরো বলেন, আমরা ফান্ড গঠন করে দিয়েছি। যুবকরা সেখান থেকে সহজ শর্তে ঋণ পাবে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছি। কারণ দক্ষ কর্মী পাঠালে মূল্যায়ন ভালো হয়, আয় বাড়ে। এর জন্য যুব উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করা হয়েছে।