মরণঘাতি করোনা ভাইরাসে চীনে ৫৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা উহান শহরে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। হাসপাতালে রোগিদের ভিড়। নিজ দেশেই সবাই অবরুদ্ধ। সেই সঙ্গে তারা আতঙ্কে রয়েছেন বলে জানা যায়। উহান শহরে সব বাস, মেট্রো এবং ফেরি চলাচল বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই শহরের সব বিমানের ফ্লাইট ও রেল সেবাও বাতিল হয়েছে। আক্রান্ত মানুষের মাধ্যমে বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, তাইওয়ান, ফ্রান্স, কানাডা, কোরিয়া, নেপাল, ভারত পর্যন্ত আক্রান্ত রোগি পাওয়া গেছে। এজন্য নিজ নিজ দেশের বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন অবস্থায় এই ভাইরাস আরও বেশি ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সে কারণে নববর্ষের অনেক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বোরডেক্সে প্রথম একজন এবং প্যারিসে দু’জনের এই ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট।