স্বরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা আবেদনের শুনানি আগামীকাল রোববার হবার কথা রয়েছে। এদিন আদালতে আপিলের বিরুদ্ধে অবস্থান নেবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন ইসির আইনজীবী ব্যারিস্টার ড. মোহাম্মদ ইয়াসিন খান। আগামীকাল রোববার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হবার কথা রয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পিছিয়ে ঠিক করার জন্য রিট খারিজ হলেও ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে। সেই আপিলের শুনানির জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আমরা আপিল আবেদনের বিরুদ্ধে সব ধরনের প্রস্তুতি রেখেছি, যেন হাইকোর্টের খারিজ আদেশ বহাল থাকে এবং ৩০ জানুয়ারিই নির্বাচনের দিন ঠিক থাকে।’ এর আগে ২৯ ও ৩০ জানুয়ারি স্বরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে গত ৫ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। দুই সিটির নির্বাচন এক সপ্তাহ পেছাতে করা রিটটি গত ১২ জানুয়ারি কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট।