হাজার হাজার টন পেঁয়াজ আমদানি করে ভারত এখন বিপাকে। ক্রেতার অভাবে পঁচে যাবার অবস্থা হয়েছে। ভারত তার বিভিন্ন প্রদেশের চাহিদার ভিত্তিতে পেঁয়াজ আমদানি করার পর ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার এখন তা নিয়ে বিপদে। কেন্দ্রীয় সরকার পেঁয়াজ আমদানির পর ভারতের বেশিরভাগ রাজ্য সরকার তাদের চাহিদা প্রত্যাহার করে নেয়ার পর এই বিপদ দেখা দিয়েছে। রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের আমদানিকৃত পেঁয়াজ নিতে রাজি না হওয়ায় সেগুলো পঁচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তারা পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতে চায়। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার রকিবুল হকের সঙ্গে বৈঠক শেষে আমদানির জন্য অনুরোধ জানান।
কেন্দ্রীয় সরকার পেঁয়াজ আমদানির পর ভারতের বেশিরভাগ ‘রাজ্য সরকার’ তাদের চাহিদা প্রত্যাহার করে নেয়ার পর এই বিপদ দেখা দিয়েছে। রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের আমদানিকৃত পেঁয়াজ নিতে রাজি না হওয়ায় সেগুলো পঁচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তারা পেঁয়াজ বাংলাদেশে ঠেলে দিতে চায়। সোমবার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার রকিবুল হকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশীয় চাহিদার ভিত্তিতে আমদানিকৃত পেঁয়াজ রাজ্য সরকাররা কিনতে রাজি না হওয়ায় বাংলাদেশকে কিনে নেয়ার প্রস্তাব দেন ভারতের বাণিজ্যমন্ত্রী।